মো: আব্দুর রাজ্জাক, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর পৌরসভা মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম নির্বাচনী স্বার্থ রক্ষার্থে কুড়ে শ্রমিকপদে কর্মীদের নিয়োগ দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম তাঁর নির্বাচনী স্বার্থ রক্ষার্থে কর্মীদের উক্ত পদে নিয়োগ দিয়েছেন পৌরসভায়। মেয়র সাহেব নাকি গত পৌরসভা নির্বাচনে তাদের ওয়াদা করেছিলেন চাকুরী নিশ্চিত করণে। সচেতন পৌরবাসী জানান, মেয়র সাহেব কুড়ে শ্রমিক পদে অনেককে নিয়োগ দিলেও বাস্তবে কর্মএলাকায় খুজে পাওয়া যায় না। পরিস্কার করা হয়না ঠিকমতো বাসার সামনের ড্রেনগুলো। অপরিস্কারই থেকে যাচ্ছে শহরের রাস্তাগুলো। কুড়ে শ্রমিকদের সবসময় পৌরসভায় শার্ট-প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়। তাহলে কিজন্য তাদের নিয়োগ দেয়া! পৌরবাসীর প্রশ্ন? দিনাজপুর পৌরসভার পযঃপ্রণালী শাখা সূত্রে জানা গেছে, মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম নির্বাচিত হওয়ার পর এপর্যন্ত প্রায় ৩৫ থেকে ৪০ জনকে কুড়ে শ্রমিকপদে নিয়োগ দিয়েছেন। যাদের মাসিক বেতন প্রতিজনের ৪ হাজার ৫শত করে।