
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ এখন একটি উন্নতশীল দেশে পরিনত হয়েছে। দেশের মানুষের মাথাপিছু আয় ৫শত থেকে ১১শ ডলারে উন্নীত হয়েছে। জিডিপির প্রবৃদ্ধির হার পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়েও এগিয়ে আছে। বৈদেশিক রিজার্ভ ফান্ড ৯ কোটি বিলিয়ন থেকে ১৯ কোটিতে পৌছেছে। তিনি বলেন, বিএনপি নেত্রী ও তার দুই পুত্র দেশে হাওয়া ভবন সৃষ্টির মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। আজ তারাই দেশের মানুষকে মিথ্যা কথা বলে অরাজকতার সৃষ্টি করছে। আওয়ামীলীগ কখনো মিথ্যা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্ঠা করে না। সত্য দিয়ে মানুষের সেবা করতে চায়।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় বোচাগঞ্জ উপজেলার ২নং ঈশানীয়া ইউনিয়নের মুরারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনাজপুর পললী বিদ্যূত সমিতি-১ এর আয়োজনে শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিরল জোনাল অফিসের ডি,জিএম মোঃ রেজ্জাকুল হকের সভাপতিত্বে মুরারীপুর গ্রামে ২ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে ০.২৬৩ কিঃমিঃ, ইসলামপুর গ্রামে ৬লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ০.৬৫৯ কিঃমিঃ ও পশ্চিম বর্ষা গ্রামে ২৮ লাখ টাকা ব্যয়ে ২.৯০৭ কিঃমিঃ বিদ্যূৎ সম্প্রসারন লাইন উদ্বোধন করেন। এসব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ ফরহাদ হাসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক আফছার আলী, পললী বিদ্যূত সমিতির এলাকা পরিচালক মোঃ আসাদুজ্জামান রাজা, স্কুলের প্রধান শিক্ষিকা শামীম আরা বুলবুল, আওয়ামীলীগ নেতা মোঃ ইলিয়াছ আলী সরকার, শ্রী সুধির চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সুইচ টিপে মুরারীপুর গ্রামের শুভ বিদ্যুতায়ন এর উদ্বোধন করেন এবং ঐ বিদ্যালয়ের ৮জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে সন্মাননা পদক প্রদান করেন।