
জিন্নাত হোসেন : দিনাজপুর মেডিকেল কলেজের বায়োক্যামেষ্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নুরুল ইসলাম বলেছেন, ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, নিরক্ষরমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে এবং বাংলাদেশকে একটি শিক্ষিত জাতিতে পরিণত করতে শিক্ষার কোন বিকল্প নেই৷ শিক্ষা ব্যক্তি জীবন, সমাজ জীবন ও রাষ্ট্রকে আলোকিত করে এবং জাতিকে করে সভ্য৷ তিনি বলেন, জীবনকে সমৃদ্ধ করতে পড়া লেখার কোন বিকল্প নেই৷ সমাজ, দেশ এবং পৃথিবীকে আলোকিত করতে শিক্ষার ভূমিকা সার্চ লাইটের মতো৷ তিনি সকলের প্রতি বেশী করে শিক্ষা গ্রহনের মাধ্যমে জীবনকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান৷
২৫ মার্চ বুধবার দিনাজপুর প্রাইমেট ও পাকোড এর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর মেডিকেল কলেজের বায়োক্যামেষ্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম এসব কথা বলেন৷
দিনাজপুর প্রাইমেট ও পাকোড এর পরিচালক রাশেদ ফার“ক এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল জলীল আহমেদ৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন, দিনাজপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র জুয়েল, ৫ম বর্ষের ছাত্র সুজয় প্রমুখ৷ অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মোঃ মাহবুল হাসান৷