
মোঃ মিজানুর রহমান মিজান,স্টাফ রিপোর্টার ; দাদন ব্যবসায়ী তোফাজ্জল গংদের সন্ত্রাসী কর্মকান্ডের হাত থেকে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রামদেবপুর গ্রামের নির্মল সরকারের স্ত্রী আন্তি রানী সরকার৷
সোমবার (৩০ মার্চ) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন৷ সংবাদ সম্মেলনে তিনি বলেন, দাদন ব্যবসায়ী তোফাজ্জল গংদের দেশীয় ধারালো অস্ত্রের রক্তাক্ত জখম হয়ে আমার স্বামী নির্মল সরকার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে৷
সংবাদ সম্মেলনে আন্তি রানী সরকার আরো বলেন, চলতি মাসের ২৫ মার্চ দুপুর আড়াইটার সময় ঋন সুদের টাকার জেরকে কেন্দ্র করে দাদন ব্যবসায়ীর ভামদা গ্রামের আছির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম বাড়ী থেকে আমার স্বামী নির্মল সরকারকে ডেকে মোটরসাইকেলে করে ভুমি অফিস চত্বরে অবস্থানরত দলপতিপুর গ্রামের নাসিমের ছেলে তোফাজ্জল ওরফে বড় বাউ (৩৫), তোসাদ্দেক ওরফে আকাশ (৩৩), মোমিমের ছেলেআনিসুর ওরফে বেকা (৩৮) ও আব্দুল হকের ছেলে মিজানুর গংদের কাছে নিয়ে যায়৷ সেখানে দাদন ব্যবসায়ী তোফাজ্জলসহ তার লোকজন দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আমার স্বামী নির্মল সরকারকে ১৩ শতক জমি তোফাজ্জলের নিজের নামে নেয়ার জন্য মহরী দিয়ে দলিল লিখে রেজিিস্ট্র করার সময় খারিজের রশিদ প্রয়োজন হয়৷ দাদন ব্যবসায়ীর লোকজন ওই মূহুর্তে নির্মল সরকারকে নিয়ে খারিজের রশিদটি আনার জন্য ভুমি অফিসে নিয়ে আসে৷ তারপর আমার স্বামী নির্মল সরকার দাদন ব্যবসায়ীর কাছে তার স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্প, সবুজ ও সাদা কাগজগুলো ফেরত দিলে উক্ত জমি রেজিিস্ট্র করে দিবে প্রতিশ্রুতি দিতে বললে দাদন ব্যবসায়ী ক্ষিপ্ত হয় এবং নির্মল সরকারকে প্রহার করে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে৷
পরে গুরুতর আহত অবস্থায় আমার স্বামীকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিত্সার ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে ৪দিন থাকার পর তার অবস্থার আরো অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷
সংবাদ সম্মেলনে আন্তি সরকার বলেন, গত ৯ মাস পূর্বে আমার স্বামীর টাকার প্রয়োজন হলে ওই দাদন ব্যবসায়ী তোফাজ্জলের কাছ থেকে সুদের উপর ৬০ (ষাট) হাজার টাকা ঋন নেন৷ কয়েক মাস না যেতেই ঋনের সুদের টাকা চক্রবৃদ্ধি দেখিয়ে দাদন ব্যবসায়ী জোরপূর্বক ১০ শতক জমি রেজিিস্ট্র করে নেয়৷ তার কয়েক মাস পর আবারো ১৩ শতক জমি রেজিিস্ট্র করে নিবে কিন্তু ফাঁকা স্ট্যাম্পসহ অন্যান্য কাগজপত্র ফেরত দিতে চায়নি৷ কারণ আবারো একইভাবে আমাদের কাছ থেকে আরো জমি লিখে নেয়ার পরিকল্পনা করছে৷ এ অবস্থায় আমি ও আমার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি৷
সংবাদ সম্মেলনে তিনি দাদন ব্যবসায়ী তোফাজ্জল গংদের সন্ত্রাসী কর্মকান্ডের হাত থেকে জীবনের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন৷