
আব্দুর রাজ্জাক, দিনাজপুর : দিনাজপুর প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মরহুম মমিনুল ইসলাম এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ আগস্ট শনিবার বাদ আসর দিনাজপুর প্রেস ক্লাব কমপ্লেক্সে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া-মাহফিলের পূর্বে প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্শী বাচ্চু এর সভাপতিত্বে স্মৃতিচারণ করেন সাবেক সভাপতি চিত্ত ঘোষ, বর্তমান সহ সভাপতি শাহ আলম শাহী, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সহ সাধারণ সম্পাদক রতন সিং, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার গোলাম নবী দুলাল, ডিবিসি নিউজের প্রতিনিধি মোরশেদ আলম, বৈশাখী টিভির প্রতিনিধি একরাম হোসেন তালুকদার, নিউজ ২৪ এর প্রতিনিধি ফখরুল ইসলাম পলাশসহ অন্যান্য সাধারণ সদস্য এবং কার্যকরী কমিটির সদস্যরা।
স্মৃতিচারণ শেষে হাফেজ মো. আলতাফ হোসেন এর পরিচালনায় মরহুম সাংবাদিক মমিনুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রবিবার দিনাজপুর প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মরহুম মমিনুল ইসলাম অসুস্থজনিত কারণে শহরের উপশহরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তারই আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হলো।