সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত

দিনাজপুর > দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চুনিয়াপাড়ায় ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী আশরাফ আলী নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় আজ বুধবার বেলা ১২টায় দিনাজপুর শহর অভিমুখী মটর সাইকেল আরোহী আশরাফকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আশরাফের সাথে থাকা পুত্র শিশির হোসেন আহত হয়। তাএক দিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা পর চালক ট্রাক নিয়ে পালিয়েছে। আশরাফ আলীর বাড়ি দিনাজপুর উপশহরে।

এই ঘটনার পর ওই সড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।