
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান’র ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মনিরুজ্জামান জুয়েল ও সহ-সভাপতি মোঃ শাহজাহান নভেলের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যা লী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যােলীতে শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সতিশ চন্দ্র রায়। উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক আবুল কাসেম লিটন, যুগ্ম সম্পাদক মোঃ লিয়াকত আলী, সদস্য সন্তোষ কুমার সরকার, মুখলেসুর রহমানসহ মেলার শিশু-কিশোর সদস্যরা।