
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর বিএমএর প্রথম বর্ষ পুর্তি উপলক্ষে আলোচনা সভা ও যক্ষ্মা বিষয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।
গতকাল রোববার দিনাজপুর মেডিকেল কলেজের ১নং গ্যালারীতে বিএমএ দিনাজপুর শাখার প্রথম বর্ষ পুর্তি উপলক্ষে আলোচনা সভায় বিএমএ দিনাজপুর শাখার সভাপতি ডাঃ মোঃ শাহ আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ কামরুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এমবিএম ইকবাল, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল হুদা, সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ মউদুদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিএমএ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক ডাঃ গোপীনাথ বসাক, প্রাইভেট প্রাকটিশনারস চিকিৎসকদের পক্ষে বক্তব্য রাখেন ডাঃ ইরেশ চন্দ্র ভট্টাচার্য্য, ইনটার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাঃ খায়রুল আলম পিয়াল। ধন্যবাদ জ্ঞাপন করেন বিএমএর কোষাধ্যক্ষ ডাঃ মোঃ ইলিয়াস আলী খান এডিন। আলোচনা সভা শেষে যক্ষ্মা বিষয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ নুরুজ্জামান, অর্থপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সৈয়দ নাদির হোসেন। সেমিনারে বক্তারা বলেন সামাজিক কুসংস্কার, অজ্ঞতা অবহেলার কারণে যক্ষ্মা রোগীরা চিকিৎসা নিলেও নিয়মিত ঔষধ সেবন এবং পুর্ন মেয়াদে চিকিৎসা গ্রহণ করেন না। জনগণকে বিশেষ করে যক্ষ্মা সম্পর্কে সচেতন করতে তুলতে সমাজে সচেতন ব্যক্তিদের পাশাপাশী চিকিৎসকদের বিশেষ ভুমিকা রাখতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন বিএমএ দিনাজপুর শাখার কার্যকরী সদস্য ডাঃ খাদিজা নাহিদ ইভা।