রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর বিজিবি সেক্টরের ৫৬তম জন্মদিন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত

BGBমোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর বিজিবি সেক্টরে ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী, দরবার অনুষ্ঠান, সুশৃঙ্খল কাজের জন্য স্বীকৃতি প্রদান, কেক কাটা এবং প্রীতিভোজের মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।

রোববার ১২ অক্টোবর দিনাজপুর বিজিবি সেক্টরে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র উত্তর অঞ্চলীয় রংপুর জোনের রিজোন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ লতিফুল হায়দার এনডিসি, পিএসসি। দুপুর দেড়টায় দিনাজপুর বিজিবি সেক্টর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ১৯৫৮ সালের ১০ অক্টোবর পার্বত্য চট্টগ্রামে এই সেক্টরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মহান স্বাধীনতা যুদ্ধে এই সেক্টরের সৈনিকেরা বীরের ভূমিকায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে সাফলতা অর্জন করেছিল। সেক্টরের হাবিলদার আব্দুর রহমান ও এবং সৈনিক আব্দুল মুজিদকে স্বাধীনতা যুদ্ধে সফলতার কারণে বীর প্রতীক পদানে ভূষিত করা হয়। এ পর্যন্ত এই সেক্টর দেশের সীমান্ত এলাকায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় ও চোরাচালান প্রতিরোধে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় সফলতা অর্জন করেছে। তিনি প্রত্যেক সৈনিককে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহবান জানান।

সেক্টর কমান্ডার কর্ণেল হলা হেন মং এর সভাপতিত্বে সেক্টরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫০ পাউন্ড ওজনের কেক কেটে উদ্বোধন ঘোষনা করেন বিজিবি রংপুর অঞ্চলের রিজোন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ লতিফুল হায়দার। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে দিনাজপুর ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল খালিদ হাসান, ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রশিদ, জয়পুরহাট ৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা, পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সিদ্দিকুর রহমান, পিপি এ্যাডঃ হামিদুর রহমান, দিনাজপুর প্রেসক্লারেব সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ আলীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রেরক-মোঃ ইউসুফ আলী

দিনাজপুর।
সেলঃ ০১৭১৭৮৮৪৪১২

 

Spread the love