রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর বিদ্যুত উন্নয়ন বোর্ডের র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক দিনাজপুর জেলা প্রতিনিধি : জাতীয় বিদ্যুত সপ্তাহ উপলক্ষে দিনাজপুর বিদ্যুত উন্নয়ন বোর্ডের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ ডিসেম্বর রবিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে উক্ত র‌্যালীর শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. হামিদুল হক। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সুইহারিস্থ বিদ্যুত ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বোর্ডের উপ পরিচালক মো. রবিউল হোসাইন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর বিদ্যুত উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিবিবি-১ এর নির্বাহী প্রকৌশলী মো. রুবেল আহমেদ, বিবিবি-২ এর নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন সিবিএ প্রতিনিধি মো. তরিকুল ইসলাম, খন্দকার সাগর আহমেদ, আজিজুল হক, মিজানুর রহমান প্রমুখ। আলোচনা সভায় বিদ্যুত সপ্তাহ উপলক্ষে গ্রাহকদের বিদ্যুত অপচয় রোধে সক্রিয় ভুমিকা রাখার আহবান জানান বক্তারা।

Spread the love