
শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকে : জেএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় দিনাজপুর বোর্ডে ৩ হাজার ৬’শ ২৫ জন পরীক্ষার্থী ছিলো অনুপস্থিত। এবার এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২’ ৪৫টি কেন্দ্রে ছিলো ২ লাখ ৭ হাজার ৪’শ ৮৮ জন পরীক্ষার্থী।
আজ রোববার জেএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৩ হাজার ৮’শ ৬৩ জন। অনুপস্থিত ছিলো ৩ হাজার ৬’শ ২৫ জন পরীক্ষার্থী।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানায়, এবছর সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে জেএসসি পরীক্ষা। কোন কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে অনুপস্থিত সংখ্যা আশংকাজনক। দিনাজপুর বোর্ডের অধীনে দিনাজপুর,ঠাকুরগাঁও,পঞ্চগড়,রংপুর,কড়িগ্রাম,লালমনির হাট,নীলফামারী ও গাইবান্ধা জেলার ৩ হাজার এক ৮টি স্কুলের পরীক্ষার্থী ছিলো ২ লাখ ৭ হাজার ৪’শ ৮৮ জন। এর মধ্যে আজ প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় দিনাজপুর বোর্ডে ৩ হাজার ৬’শ ২৫ জন পরীক্ষার্থী ছিলো অনুপস্থিত। গত বছর ২০১৪ সালে জেএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় ২ হাজার ৫’শ ৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। আর গতবার পরীক্ষার্থী ছিলো এক লাখ ৯০ হাজার ২৪ জন।