সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শেষ। চলছে ভোট গণনা

Sromik Union-03মোঃ ইউসুফ আলী/ মিজান : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ১১৬৭) ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ব ভাবে শেষ হয়েছে।

 

শনিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত শহরের সুইহারীস্থ চেহেলগাজী স্কুল এন্ড কলেজে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচন চেয়ারম্যান এ্যাড. আশফাক হোসেন জানান, মোট ভোটার ৪ হাজার ৫শ ২৫জন। ভোট প্রদান করেছেন ৪হাজার Sromik Union-01৬৪জন। মোট ১০টি কক্ষে ১২০টি বুথে ভোট গ্রহণ করা হয়েছে।

নির্বাচনে ২২টি পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় অংশগ্রহণ করে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বী কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুস সামাদ নির্বাচিত হন।

 

দুপুরে দিনাজপুর পুলিশ সুপার মোঃ রুহুল আমিন ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয়ে কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান, কোতয়ালী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, পর্যবেক্ষক ও সাংবাদিক বৃন্দ।

 

নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাড. আশফাক হোসেন, সদস্য হিসেবে ছিলেন মোঃ সহিদুল ইসলাম সহিদুল্লাহ্, আব্দুল হামিদ দিলন, মকবুল হোসেন, হবিবর রহমান এবং দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম, যুগ্ম আহবায়ক সৈয়দ শওকত আলী তোতাসহ আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

 

উলে­খ্য উক্ত নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ, এনএসআই, ডিএসবি, ডিবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বার্তা প্রেরক-মোঃ ইউসুফ আলী/ মিজান

মোবাইল ০১৭১৭৮৮৪৪১২ / ০১৭৪০৯৫৫১৭০

দিনাজপুর।

Spread the love