সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে পুনরায় সভাপতি রফিক ও সাধারণ সম্পাদক রাববী নির্বাচিত

Motor Sromikমোঃ ইউসুফ আলী, দিনাজপুর :  দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে পুনরায় সভাপতি পদে (প্রাপ্ত ভোট ২৩৬২) এম রফিক ও সাধারণ সম্পাদক পদে (প্রাপ্ত ভোট ২০৮৩) মোঃ ফজলে রাববী নির্বাচিত হয়েছেন। দিনাজপুর জেলার বৃহত্তম শ্রমিক সংগঠন মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের গত ২৭ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী বোর্ডের আহবায়ক এ্যাডঃ আশফাক আহম্মেদ কর্তৃক স্বাক্ষরিত পত্রে জানা গেছে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি (প্রাপ্ত ভোট ১৪৯৮) তৈয়ব আলী ও মোঃ সাইফুর রাজ চৌধুরী (প্রাপ্ত ভোট ১৩২৩), যুগ্ম সাধারণ সম্পাদক (প্রাপ্ত ভোট ১৪৪৬) মোঃ এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক (প্রাপ্ত ভোট ১১৬১) শেখ বাদশা, সাংগঠনিক সম্পাদক (প্রাপ্ত ভোট ১১৭৯) উদয় চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক (প্রাপ্ত ভোট ১২৩৬) দিলীপ সরকার পলু, সড়ক সম্পাদক (প্রাপ্ত ভোট ১২১০) মোঃ শামসুল আলম, সহ-সড়ক সম্পাদক (প্রাপ্ত ভোট ১৩৩৭) মোঃ সিরাজুর ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক (প্রাপ্ত ভোট ১৩১৩) মোঃ আলম, দপ্তর সম্পাদক (প্রাপ্ত ভোট ২৫২৬) মোঃ রাহিদুল ইসলাম রেজু, প্রচার সম্পাদক (প্রাপ্ত ভোট ১০১৬) মোঃ মিজানুর রহমান মিজান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (প্রাপ্ত ভোট ৭০৭) মোঃ মীর মোসারফ হোসেন। কার্যকরী সদস্য পদে ৭ জন হলেন মোঃ শাহিনুর ইসলাম (প্রাপ্ত ভোট ১৪০৭), মোঃ বাদশা আলী (প্রাপ্ত ভোট ১২৯৭), মোঃ রফিকুল ইসলাম (প্রাপ্ত ভোট ১২৫৬), ফারুক আহমেদ (প্রাপ্ত ভোট ১২১৮), মোঃ মুন্না (প্রাপ্ত ভোট ১১৫৯), মোঃ এমাজ উদ্দিন (প্রাপ্ত ভোট ৯৪৫) ও মোঃ সিরাজুল ইসলাম (প্রাপ্ত ভোট ৯৪৫)। উলে­খ্য ২২টি পদের মধ্যে ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি পদে (কোষাধ্যক্ষ পদে) বিনা প্রতিদ্বন্দ্বীতায় মোঃ আব্দুস সামাদ নির্বাচিত হন।

এদিকে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি এম রফিক ও সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাববী নির্বাচিত হওয়ায় পরিষদের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম ও যুগ্ম আহবায়ক সৈয়দ শওকত আলী তোতাসহ আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Spread the love