দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনিতে ২৬ দিন বন্ধ থাকার পর আবারো শুরম্ন হয়েছে পাথর উত্তোলন কাজ। প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্য না থাকায় গত ২৬দিন পাথর উত্তোলন কাজ বন্ধ থাকে। বর্তমানে বিস্ফোরক দ্রব্য আসায় পুনরায় কাজ চালু হয়েছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবুল ফজল নাজমুল আহসান হায়দার আমাদের দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ সিদ্দিক হোসেনকে জানান, পাথর উত্তোলনের জন্য ভারত থেকে প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্য আসার পর পাথর উত্তোলন শনিবার ১০ মে থেকে শুরম্ন করা হয়েছে। প্রথম দিন ৯শ মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়েছে।
তিনি আরো জানান, ভবিষতে এরকম অসুবিধায় যেন না পরতে হয় এজন্য চিন ও মালোশিয়া থেকে আরো বিস্ফোরক দ্রব্য আমদানির প্রক্রিয়া চালু রয়েছে।
গত ১৪ এপ্রিল বিস্ফোরক দ্রব্যের অভাবে মধ্যপাড়া কঠিন শিলা খনিতে পাথর উত্তোলন কাজ বন্ধ হয়ে যায়।