
জিন্নাত হোসেনঃ সৃজনশীল সংগঠন মনিমেলার উদ্যোগে কবি কাজী নজরুল ইসলাম স্মরনে নজরুল সঙ্গীত : বিষয় বৈচিত্র শীর্ষক সঙ্গীত ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৫ অক্টোবর শনিবার রাতে দিনাজপুরের সাংস্কৃতিক সংগঠন মনিমেলা কার্যালয়ে অনুষ্ঠিত কবি কাজী নজরুল ইসলাম স্মরনে নজরম্নল সঙ্গীত : বিষয় বৈচিত্র শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাট্যজন শাহজাহান শাহ ও কবি আজাদ কালাম। সৃজনশীল সংগঠন মনিমেলার সভাপতি এ কে এম রেজাউর রহমান রেজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরম্নল মতিন সৈকত এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, জাতীয় রবিন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রবিউল আউয়াল খোকা, নাট্য প্রশিক্ষক সম্বিত সাহা সেতু, দিনাজপুর নাট্য সমিতির সঙ্গীত বিভাগীয় প্রধান নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত শিল্পী নিজাম উদ্দিন রয়েল এবং রেখা সাহা। তবলায় সহযোগিতা করেন রানা পন্ডিত।