
জিন্নাত হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শহর মহিলা আওয়ামী লীগ ও জেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে না জানিয়ে সভা ডাকাকে কেন্দ্র করে সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ ডেকে আনা হয়।
সংঘর্ষ চলাকালীন সময় কার্যালয়ের প্রধান ফটকের গেট বন্ধ করে দেয়া হলে কেউই ভিতরে প্রবেশ করতে পারেনি।
শনিবার শহরের বাসুনিয়াপট্টি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বেলা ১২ টায় শহর মহিলা আওয়ামী লীগের আহবায়িকা খ্রীষ্টিনা লাভলী দাস ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্ত্ততি সভার আহবান করে।
ওই একই দিন জেলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক এমপি সুলতানা বুলবুল ও সাধারণ সম্পাদিকা তারিকুন বেগম লাবুন একই কার্যালয়ে বেলা সাড়ে ১০টায় জেলার বর্ধিত সভার আয়োজন করে।
বর্ধিত সভায় উপজেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকে ডাকা হয়। এ সভায় শহর আওয়ামী লীগের কাউকে জানানো হয়নি এমনকি জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শিরিন ইসলামসহ জেলা কমিটির অনেক নেতাকে বর্ধিত সভায় না জানানোর কারণে জেলার বর্ধিত সভা নিয়ে নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়।
এক পর্যায়ে হাকিমপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী ফেন্সি জেলা মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা স্থলের পাশে বসে থাকা শহর মহিলা আওয়ামী লীগের আহবায়িকা খ্রীষ্টিনা লাভলী দাসসহ অন্যান্য নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, আপনারা এখানে কেন এখানে মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা হচ্ছে। আপনারা যুব মহিলালীগ বাহিরে চলে যান। এসময় শহর মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ জানান আমরা যুব মহিলালীগ না আমরা শহর ও ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ এসময় জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদিকা বলেন আপনারা চলে যান। এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুলতানা বুলবুল, সাধারণ সম্পাদিকা তারিকুন বেগম লাবুনসহ অন্যান্য নেতাকর্মীদের সাথে শহর মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীদের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধলে ভীড় এড়াতে প্রধান ফটকের দরজা বন্ধ করে দেয়া হয়। এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল কোতয়ালী থানায় অবহিত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একদল পুলিশ এসে কার্যালয়ে প্রবেশ করে। এ সময় উচ্চস্বরে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুলতানা বুলবুল পুলিশকে নির্দেশ দেন শহর মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে। অবস্থার বেগতিক দেখে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদিকা শিরিন ইসলাম পুলিশকে গ্রেপ্তার না করার জন্য জানান এবং কার্যালয় থেকে পুলিশকে ফিরিয়ে দেন। পরবর্তীতে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল বর্ধিত সভা না করে বেলা ২টার দিকে কার্যালয় ত্যাগ করে অপরাপর নেতাকর্মীদের নিয়ে চলে যান। পরে শহর মহিলা আওয়ামী লীগের আহবায়িকা খ্রীষ্টিনা লাভলী দাসের সভাপতিত্বে ও ১২টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মহান বিজয়ী দিবসের প্রস্ত্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ ব্যাপারে দিনাজপুর শহর মহিলা আওয়ামীলীগের আহবায়িকা খৃষ্টিনা লাভলী দাস জানান দিনাজপুর শহর মহিলা আওয়ামীলীগ আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ শনিবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে প্রস্ত্ততি সভা ডাকা হয়। এ কারণেই দিনাজপুর শহরের ১২টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ শহর মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে এসেছে। জেলা মহিলা আওয়ামীলীগ যদি আমাকে যানাতেন যে তাদের বার্ধিত সভা ডাকা হয়েছে তাহলে বিজয় দিবসের প্রস্ত্ততি সভা শহর মহিলা আওয়ামীলীগ বিকেলে কিংবা অন্য কোনদিন আহবান করত।
জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা শিরিন ইসলাম জানান তাকে শহর আওয়ামীলীগের বিজয় দিবসের প্রস্ত্ততি সভায় আসার আহবান জানানো হয়েছে। অথচ তিনি জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার পরেও তাকেসহ জেলা মহিলা আওয়ামীলীগের অনেক সদস্যকেই আজকের এই বর্ণিত সভার ব্যাপারে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদিকা জানাননি।
জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেকুন বেগম লাবুন জানান, দিনাজপুর শহর মহিলা আওয়ামীলীগকে বর্ধিত সভায় আসতে বলা হয়নি। তবে প্রতিটি উপজেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ জেলা কমিটির সকলকে জানানো হয়েছে।