
জিন্নাত হোসেন : বাঙালি জাতির বিবেক. সকল অন্যায়ের বিরুদ্ধে অকুতোভয় সংগ্রামী, শতাব্দীর সাহসিকা কবি সুফিয়া কামাল ২০ নভেম্বর ১৯৯৯ তারিখ ৮৮ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন । তার মৃত্যুতে যে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছিল তা কখনই পূরণ হবার নয় । তার ১৫ তম মৃত্যু দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ, জেলা কার্যালয় ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪.০০ টায় আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান । সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ড;মারুফা বেগম । তিনি বলেন কবি সুফিয়া কামাল আমাদের যে পথ দেখিয়েছে, সে পথ আমরা অনুসরণ করবো। তিনি আমাদের অনুসারী। তিনি নারী মুক্তির আন্দোলন, প্রগতিশীল চেতনার সংগ্রাম, দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেত্রী। আলোচনা সভায় বক্তৃতা করেন সংগঠনের সম্মানিত সদস্য আজাদী হাই, সহ-সাধারণ সম্পাদক মনোয়ারা সানু, অর্থ সম্পাদক রত্না মিত্র, কার্যকরী সদস্য সুফিয়া বেগমসহ বিভিন্ন পাড়া কমিটির নেতৃবৃন্দ। সভায় প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদ,দিনাজপুর জেলা শাখার সদস্য শাহানাজ পারভীন। বক্তারা বলেন, শতাব্দীর সাহসিকা সুফিয়া কামাল জাতির বিবেক । তিনি বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। তার বুকের ভেতরের আগুন ও সাহস, তিনি সঞ্চারিত করে দেন অন্য অনেকের মধ্যে। শুধু সাহসিকা নন, পরম মমতাময়ী, সংকট উত্তরণের সংগ্রামে সাহস ও প্রেরণাদাত্রী । অমিততেজ এই মানুষটি সকলের কাছে ছিলেন অসীম প্রেরণার উৎস, অন্ধকারে আলোর শিখা । জাতির সকল সংকট মূহুর্তে তিনি বার বার পথ দেখিয়েছেন । সভায় পরিচলনা করেন সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার জেলা কমিটি।