বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

জিন্নাত হোসেন : বাংলাদেশ মহিলা পরিষদ,দিনাজপুর জেলা শাখার প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের উদ্যোগে দিনব্যাপী তৃণমূল শাখার সংগঠকদের নিয়ে ’’নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি’’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

৩০ নভেম্বর রোববার মহিলা পরিষদ জেলা কর্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমানের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা শাখার সহ- সাধারণ সম্পাদক মনোয়ারা সানু। তিনি বলেন,একটা জনকল্যাণমূখী রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা, জবাবদিহিতামূলক স্বচ্ছ রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে রাষ্ট্র ব্যবস্থায় প্রতিটি স্তরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিটি পর্যায়েই নারীর কার্যকর উপস্থিতি তথা ক্ষমতায়ন প্রতিষ্ঠা সর্বাগ্রে প্রয়োজন। কারণ ঘরে-বাইরে, শ্রম-বাজারে সর্বত্র নারী তার মেধা, শ্রম, সময়, চিন্তা, মননশীল ব্যয় করে চলেছে প্রতিনিয়ত। তাই নারীর মানবাধিকার ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে তৃণমূলে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণের শুরম্নতে ছিল পরিচয় পর্ব। এরপর হাউজরুল ও প্রত্যাশা চয়ন করা হয়। প্রশিক্ষন দুটি কর্ম অধিবেশনে ভাগ করা হয়। প্রথম কর্ম অধিবেশনে, ’’নারীর রাজনৈতিক ক্ষমতায়নের আন্দোলন ও বাংলাদেশ মহিলা পরিষদ’’ এ বিষয়ে প্রশিক্ষক ছিলেন প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের সম্পাদক রুবি আফরোজ। ’’ঘোষনাপত্র ও গঠনতন্ত্রের আলোকে বাংলাদেশ মহিলা পরিষদের বহুমুখী কার্যক্রম’’এ বিষয়ে প্রশিক্ষক ছিলেন সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার। ২য় কর্ম অধিবেশনে,’’সংবিধান ও প্রচলিত আইনে নারীর অধিকার এবং নারী নির্যাতন প্রতিরোধে বাস্তব কাজের ধারা’’ এ বিষয়ে প্রশিক্ষক ছিলেন লিগ্যাল এইড সম্পাদক জিন্নুরাইন পারু। ’’উপমহাদেশের নারী আন্দোলন ও বাংলাদেশ মহিলা পরিষদ’’ এ বিষয়ে প্রশিক্ষক ছিলেন সাধারণ সম্পাদক ড: মারুফা বেগম। প্রশিক্ষনার্থীদের ৩টি দলে বিভক্ত করা হয়। দলীয় কাজ, প্রশ্ন ও উত্তর পর্বের মধ্য দিয়ে প্রশিক্ষণটি সমাপ্ত হয়। প্রশিক্ষনার্থীরা স্বত:স্ফুর্ত ভাবে প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

Spread the love