শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ মহিলা পরিষদ সুদীর্ঘ ৪৪ বছর ধরে নারীর মানবাধিকার রক্ষা ও সমতা প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংগঠনটি সাংগঠনিক মাস ঘোষণা করেছে। সমাজে ও রাষ্ট্রে নারী নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ’’সংগঠনের শক্তি সংহতকরণে সংগঠনের সকল পর্যায়ে অসম্প্রদায়িক গণতান্ত্রিক পেশাদারী যোগ্যতাসম্পন্ন সংগঠক চাই’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। এর ধারাবাহিকতা অনুসারে দিনাজপুর জেলা শাখা সেপ্টেম্বরে সারা মাস জুড়ে বিভিন্ন পাড়া, ইউনিয়ন ও উপজেলা শাখায় সাংগঠনিক সফর সহ নানা স্থানে কর্মী সভা, মত-বিনিময় সভা, আলোচনা সভা, উঠান বৈঠক, সাংগঠনিক প্রশিক্ষণ, রচনা প্রতিযোগিতা সহ অন্যান্য কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করেছে।

দিনাজপুর জেলা শাখা সাংগঠনিক মাসের সমাপণী উপলক্ষ্যে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার নাট্য সমিতি মিলনায়তনে সকাল ১১ টায় এক কর্মী সভার আয়োজন করে। সভাটি ২টি অধিবেশনে বিভক্ত করা হয। প্রথম অধিবেশনে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরন ও ২য় অধিবেশনে কর্মীসভা। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা শাখার সম্মানিত সদস্য আজাদী হাই । স্বাগত বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারম্নফা বেগম। ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কানিজ রহমান।স্বাগত বক্তব্য দেন জেলা শাখার সহ- সাধারণ সম্পাদক মনোয়ারা সানু।সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি হোসনে আরা,সহ-সভাপতি মহাবুবা খাতুন, জেলা শাখার সম্মানীয় সদস্য আকতার কহিনুর ইসলাম ,অর্থ সম্পাদক রত্না মিত্র, লিগ্যাল এইড সম্পাদক জিন্নুরাইন পারু,সমাজ-কল্যাণ সম্পাদক নুরুন নাহার,ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক সুমিত্রা বেসরা,গোলাপবাগ পাড়া কমিটির সাধারণ সম্পাদক গোলেনুর,সদস্য অনামিকা পান্ডে, সদস্য সুইটি । সভায় বক্তারা বলেন, শক্তিশালী সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে দক্ষ সংগঠক গড়ে তোলা প্রয়োজন। সংগঠনের দক্ষ ও সচেতন কর্মী একটা সংগঠনের শক্তি হিসেবে বিবেচিত হয়। মৌলবাদ বিরোধী ও অসাম্প্রদায়িক মানসিকতা সৃষ্টির লক্ষ্যে ঘন ঘন পাঠচক্র ও সাংগঠনিক সফর অথবা প্রশিক্ষণ হতে পারে অনেক বেশি সহায়ক। এ ব্যাপারে সকল পাড়া ও উপজেলা কমিটির সদস্যদের আগ্রহী হয়ে উঠতে হবে। নারী-পুরুষের বৈষম্যমুক্ত, মানবিক, গণতান্ত্রিক সংস্কৃতির বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের একতাবদ্ধ হতে হবে সেই সাথে হতে হবে সচেতন ও সক্রিয়। নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সংগঠক হয়ে উঠবার আহবান জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক সংগঠককে মানবিক মানুষ হিসেবে সংগঠনকে শক্তিশালী করে তোলার আহবান জানান।এছাড়াও কন্যা-শিশুদের বিবাহের নুন্যতম বয়স ১৮ বছর রাখার জোর দাবি জানান।

 

Spread the love