
মোঃ লিটন হোসেন আকাশ ॥ দিনাজপুর পৌরসভার সম্মুখে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সংলগ্ন দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর গেটের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
২০ নভেম্বর ২০২৩ ইং সোমবার দিনাজপুর পৌরসভার সম্মুখে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সংলগ্ন দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর গেটের নির্মান কাজের উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল)’র প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম, পৌরসভার নিবার্হী প্রকৌশলী মিনারুল ইসলাম খান,সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, উপ- সহকারী প্রকৌশলী ময়েজ উদ্দিন, বাংলা স্কুলের সহকারি প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য প্রশান্ত কুমার রায় চৌধুরী, মোঃ ওয়াহেদুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ শাহদৎ হোসেন, সিনিয়র শিক্ষক আকতারুল ইসলাম প্রমুখ।