বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পতাকা স্ট্যান্ড নির্মাণ কাজের শুভ উদ্বোধন

আব্দুর রাজ্জাক : দিনাজপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পতাকা স্ট্যান্ড নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৯ মার্চ বৃহস্পতিবার সকালে শহরের উপশহরস্থ আনন্দসাগরে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পতাক স্ট্যান্ড নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার আলহাজ্জ মো. সাইদুর রহমান, সহ সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব মো. আকবর আলী, সহ ত্রাণ ও সমাজকল্যাণ কমান্ডার মো. হবিবর রহমান, সহ প্রকল্প ও সমবায় কমান্ডার এস এম মহিউদ্দিন মাষ্টার, দপ্তর কমান্ডার মো. রেজাউল ইসলাম ঝুনু, সদর উপজেলা ইউনিট কমান্ডার মো. লোকমান হাকিম। উদ্বোধনকালে দিনাজপুরের সকল মুক্তিযোদ্ধাসহ সংসদের জেলা ইউনিট কমান্ডের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।