
দিনাজপুর প্রতিনিধি : পাল্টাপাল্টি কমিটি গঠনের পর আধিপত্য বিসত্মারকে কেন্দ্র করে দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের দু’গ্রম্নপের সংঘর্ষে‘র পর একাডেমিক কাউন্সিলের রম্নদ্ধদ্বার বৈঠকে ক্যাম্পাসে তিন মাসের জন্য সকল রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করা হয়েছে।
সংঘর্ষের পর দুপুর ২টায় ক্যাম্পাসে ডাঃ ইউসুফ আলী হল ও ডাঃ তৈয়বুর রহমান হলে তলস্নাশী চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ কামরম্নল হাসানের সভাপতিত্বে জরম্নরী ভাবে বৈঠক অনুষ্ঠিত হয়।
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ কামরম্নল আহসান জানান, বৈঠকে ক্যাম্পাসে তিন মাসের জন্য সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করা হয়। ঘটনায় সহকারী অধ্যাপক ডাঃ বুলন্দ আকতারকে সভাপতি ও সহকারী অধ্যাপক ডাঃ মোঃ নুরম্নল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট তদমত্ম কমিটি গঠন করা হয় এবং ৭ দিনের মধ্যে তদন্ত রির্পোট দেয়ার নির্দেশ দেয়া হয়।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করছেন।