
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মেডিকেল কলেজে ২০১৪-১৫ সেশনের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষায় ১৪২টি আসনের বিপরীতে অংশ নিবেন ১ হাজার ৩১৫ জন পরীক্ষার্থী।
আগামী শুক্রবার ২৪ অক্টোবর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কামরুল আহসান জানান, ২৪ অক্টোবর সকাল ১০টা থেকে ১ ঘন্টাব্যাপী ১০০ মার্র্কসের ভর্তি পরীক্ষায় ১৪২টি আসনের বিপরীতে অংশ নিবেন ১ হাজার ৩১৫ জন। কলেজের ১২টি গ্যালারিতে শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা গ্রহণের ব্যাপারে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে । পরীক্ষা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে।