
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার দিনাজপুর সকালে শহরের হাসপাতাল মোড়স্থ নাজমা-রহিম ফাউন্ডেশন মিলনায়তনে হুইপ ইকবালুর রহিমের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএমএ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. গোপীনাথ বসাক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব, সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহ মোঃ রেজওয়ান-উর-রহমান পলাশ, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সৈকত পাল, সাদিকুর রহমান বিপ্লব, ছাত্রলীগ মেডিকেল কলেজ শাখার সভাপতি মোঃ আশফাকুর রহমান তুষার, সহ-সভাপতি শেখ রাশেদ রানা, ইব্রাহিম খলিল, নাজমুস সাকিব দিনার, তানিমুল ইসলাম, মাহমুদুল হাসান দোলন, মোশারফ হোসেন শাহীন, মিথিলা সরকার, আহমেদ আসহাব রাফি, নাসিফ আন নূর, ও রবিউল আওয়াল প্রিন্স, সাধারণ সম্পাদক আশফিকার শামস, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত দাস অরি, আসিফ আল হাদি, আরিফুল জিসান ও হাসানুল হক বার্না, সাংগঠনিক সম্পাদক শিমুল তালুকদার, শুভাশিষ চৌধুরী, বাধন কুমার দাস, ক্লিনটন দেব, ছাত্রলীগ নেতা জাহারুল হক আয়ান, তন্ময় মালাকার, রিফাত হাসান অনিক, ইমদাদুল হক টোটন, আল আজমাইন ইফাজ, কমল রায়, ইসরাক শাহরিয়ার আঞ্জেল, মিঠুন সরকার, আজমুল হোসেন শুভ, আদনান রেজা, সৌরভ ঘোষ, কৌশিক দেব শর্মা রনি, মোঃ সাইফুল ইসলাম, আলমগীর হোসেন শাকিল প্রমূখ।