
জিন্নাত হোসেন : বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখার নব নির্বাচিত সভাপতি আশফাকুর রহমান তুষার সাধারন সম্পাদক এস.এম আসফিকার সাম্স সহ নব নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দকে দিনাজপুর শহর, সদর উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখার নব নির্বাচিত সভাপতি আশফাকুর রহমান তুষার সাধারন সম্পাদক এস.এম আসফিকার সাম্স সহ নব নির্বাচিত ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস.এম খালেকুজ্জামান রাজু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাডঃ মোঃ দেলোয়াড় হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি আবু ইবনে রজব, সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির, দিনাজপুর শহর যুবলীগের আহবায়ক আশরাফুল আলম রমজান, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন, মিজু সরকার, হাজী সেলিম, সিরাজুস সালেকিন রানা, মিজু সরকার, সদর উপজেলা যুবলীগের সভাপতি এস এম মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক এনাম সরকার, দিনাজপুর শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ মোঃ রেজওয়ান-উর-রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ মোঃ শাহ আলম, দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর আহবায়ক আশরাফুল আলম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পৃথক পৃথক বার্তায় নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার নব নির্বাচিত সভাপতি আশফাকুর রহমান তুষার সাধারন সম্পাদক এস.এম আসফিকার সাম্স সহ নব নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ তাদের কার্যক্রমে ছাত্রলীগের ভাবমূর্তি রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে এবং ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখার সকল ভালো কাজকে সমর্থন করবে নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে গড়া সংগঠন ছাত্রলীগকে পুঁজি করে যারা ক্যাম্পাসে সন্ত্রাস ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে।