
দিনাজপুর প্রতিনিধিঃ সরকারী বরাদ্দকৃত ওষুধ চুরির ঘটনায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ২ কর্মকর্তাসহ এ পর্যন্ত ৬জনকে আটক করেছে পুলিশ।
চুরির অভিযোগে আটক হাসপাতালের স্টোর কর্মকর্তা আজমাউল হক ও স্টোর কিপার শাহিনকে সামায়িক ভাবে বরখাসত্ম করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের পরিচালক সিদ্দিকুর রহমান তাদের সাময়িক বরখাসেত্মর বিষয়টি নিশ্চিত করে জানান, ওষুধ চুরির ঘটনায় রোববার রাতে হাসপাতালের ওয়ার্ড মাস্টার সুমন কুমার কুন্ডু বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় পুলিশের তদমেত্মর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষও পৃথকভাবে তদন্ত করবে।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক বজলুর রহমান জানান, আটক ছয়জনকে আরও জিজ্ঞাসাবাদে পাঁচ দিন পুলিশ হেফাজতে নেয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত রোববার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিত্বে সরকারী ঔষধ রাখা ও বিক্রির অভিযোগে গোলকুটি এলাকার মা ফার্মেসী ও উপশহর এলাকার আল-আমীন ক্লিনিকে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার সরকারী ঔষধ আটক করে।
ঘটনায় জড়িত সন্দেহে দিনাজপুর শহরের উপশহর ৭ নং ব্লকের আমিনুল ইসলামের ছেলে সবুজ (১৮),খলিলুর রহমানের ছেলে সিবলু(১৮), সুইহারী গোলাপবাগ এলাকার আফসার আলীর ছেলে জহুরুল ইসলামের (৩৮) এবং সদর উপজেলার নারায়পুর গ্রামের মহসীন আলীর ছেলে সোহেল রানা (২০)সহ চার জনকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিত্বে সোমবার হাসপাতালের দুই কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ।