জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশে আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জ্ন্মদিন উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
২৮ সেপ্টেম্বর রোববার নাজমা রহিম ফাউন্ডেশন মিলনায়তনে দিনাজপুর জেলা যুব মহিলা লীগ আয়োজিত বাংলাদেশে আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জ্ন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর প্রবীন রাজনীতিবিদ এ্যাড. এম আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন নাজমা রহিম। দিনাজপুর জেলা মহিলা লীগের সভাপতি ছবি সিনহা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদা বেগম মু্ক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব মহিলালীগ নেত্রী মেহেজাবিন শাপলা, আন্না অধিকারী, সুলতানা, ছন্দা, রুখসানা, মারলিন, তিনা, গৌরী, হেলেন, জুই, সুইটি, আম্বিয়া, শিফা, মেরী, বণি প্রমুখ।
বার্তা প্রেরকঃ
জিন্নাত হোসেন