
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ “নিজ আলো দিয়ে সমাজকে আলোকিত করা”-এই মহান ব্রত নিয়ে দিনাজপুর শহরের লালবাগ ১নং মসজিদ সংলগ্ন আলোর সন্ধ্যানের কার্যালয়ের সদস্যদের নিজস্ব অর্থায়নে এলাকার দুঃস্থ্য, অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ প্রদান করে।
২৮ মে শনিবার প্রায় ১ হাজার রোগী দেখেন ফ্রি চিকিৎসা ক্যাম্পে মেডিসিন ও ডায়াবেটিস অভিজ্ঞ চিকিৎসক ডাঃ হোসেন মোঃ নাহিদ (প্লাবন), বক্ষব্যধি ও চর্চ-বাত বেদনা, অভিজ্ঞ চিকিৎসক ডাঃ সৌরভ রায় (কৌশিক) ও মা ও শিশু রোগী বিশেষজ্ঞ ডাঃ হুমায়রা বিনতে হক। স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলোর সন্ধ্যানে সংগঠনের সভাপতি হাসিফ মেহেরাপ ইমন, সাধারন সম্পাদক মোঃ নাজমুল আমিন, যুগ্ম সাধারন সম্পাদক এনায়েত হোসেন রাজিব, সাংগঠনিক সম্পাদক আসিফ বিন কবীর, কোষাধ্যক্ষ মোঃ ফায়সাল আমিন, দপ্তর সম্পাদক সাদেকুল হাবিব পিয়াল। বক্তারা বলেন, একটি অরাজনৈতিক সংগঠন হচ্ছে এলাকার আলোর সন্ধ্যানে সংগঠনটি। ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি। সদস্যদের মাসিক চাঁদা দিয়ে আমরা ইতিমধ্যে পবিত্র কোরআন শিক্ষা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন, শীতকালে কম্বল ও বস্ত্র বিতরণ, ধর্মীয় ওয়াজ মাহফিলসহ সামাজিক কর্মকান্ডে জড়িত থেকে মানবতার কল্যাণে ব্রত নিয়ে সদস্যরা কাজ করে যাচ্ছে। এবার আমরা এলাকার দুঃস্থ্য, অসহায় এবং হত-দরিদ্র মানুষের চিকিৎসা সেবা প্রদানের জন্য ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করেছি। আমরা আগামীতে দিনাজপুর জেলায় সামাজিক সংগঠন হিসেবে মডেল সংগঠন হিসেবে আলোর সন্ধ্যানকে প্রতিষ্ঠিত করব বলেই “নিজ আলো দিয়ে সমাজকে আলোকিত করা” শ্লোগান নিয়ে এগুচ্ছি।