শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

মাহবুবুল হক খন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর লায়ন্স ক্লাবের ৩৭তম অভিষেক অনুষ্ঠান-২০১৪ শুক্রবার দিনাজপুর পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স-৩১৫ এ২-এর গভর্ণর লায়ন এএফএস রইছ আহমেদ এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন লায়ন্সের মাল্টিপুল ৩১৫-এর কাউন্সিল চেয়ারপার্সন লায়ন এমএ রশিদ শাহ সম্রাট এমজেএফ, লায়ন্স ৩১৫-এর এ২-এর প্রথম ভাইস গভর্ণর লায়ন স্বদেশ রঞ্জন সাহা এফসিএ-এমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন এনামুল হক মামুন, কেবিনেট ট্রেজারার লায়ন মাহফুজুর রহমান, রিজিওনাল চেয়ারপার্সন হেড কোয়াটার্স (প্রজেক্ট) লায়ন মোঃ শরিফুল ইসলাম রিপন, রিজিওনাল চেয়ারপার্সন হেড কোয়াটার্স (প্রশাসন) লায়ন মোঃ ফখরম্নদ্দীন, রিজিওনাল চেয়ারপার্সন (ক্লাবস্) লায়ন মোঃ আব্দুস সালাম খান চৌধুরী, রিজিওনাল চেয়ারপার্সন (হেড কোয়াটার্স) লায়ন আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু, রিজিওনাল চেয়ারপার্সন (হেড কোয়াটার্স) লায়ন ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম বাবু, জোন চেয়ারপার্সন (ক্লাবস্) লায়ন মোঃ আরিফুল আহাম্মেদ, জোন চেয়ারপার্সন (ক্লাবস্) লায়ন এড. এম এ মজিদ। লায়ন্স জামিল আহমেদ ভোলার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লায়ন মোঃ মোকাররম হোসেন খান, লায়ন আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী প্রেসিডেন্ট লায়ন মোঃ মোজাফ্ফর আলী। তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব ডা. মোঃ আনসার আলীর কাছে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে দ্বিতীয় পর্বের সভা পরিচালনা করেন।

দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ৩১৫ এ২-এর জেলা গভর্ণর লায়ন এএফএস রইছ আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লায়ন্স ক্লাব জাতিসংঘ কর্তৃক স্বীকৃত সারা বিশ্বের সর্ববৃহৎ সেবামূলক প্রতিষ্ঠান। সেবার মহান ব্রত নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সমবেত হওয়ার আহবান জানান। লায়নের হুংকার হবে অন্যায়, অবিচার, দূর্নীতি ও নিরক্ষরতার বিরুদ্ধে। অনুষ্ঠানে জেলা গভর্ণর দিনাজপুর লায়ন্স ক্লাব পরিচালিত এতিম শিশুদের ৫০ হাজার টাকার নগদ অনুদানসহ স্থায়ী অনুদানের আশ্বাস দেন। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 

Spread the love