
মোঃ ইউসুফ আলী ॥ পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুর লেডিস ক্লাব আয়োজিত বার্ষিক ইফতার ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার ষ্টেশন ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে লেডিস ক্লাবের সভানেত্রী জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সহধর্মীনী মোসাঃ শামীমা আক্তার’র সভাপতিত্বে অংশ নেন হুইপ ইকবালুর রহিম এমপির মাতা নাজমা রহিম, ক্লাবের সহ-সভানেত্রী ওয়াহিদা ওয়াহাব, ফারহানা পারভীন, সাধারণ সম্পাদিকা শারমিন আক্তার, সহকারী কমিশনার তপতী বিশ্বাস, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মিলি চৌধুরীসহ সংগঠনের সদস্যবৃন্দ।
একই মঞ্চে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাফিজা শারমিন’র বিদায় ও নবাগত সদস্য জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার লায়লা আরজুমান বানু, মেরিনা আফরোজ ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার সহধর্মীনী তহুরা আক্তারকে ফুল দিয়ে বরণ করেন ক্লাবের সভানেত্রী।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, দিনাজপুর লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।