
বেলাল উদ্দিন ॥ দিনাজপুর শহরের প্রতিটি গুরুত্বপূর্ন সড়ক খানাখন্দকে ভরপুর ও ভাঙ্গাচুড়া গর্ত। সড়কগুলি গর্তে পানি জমে বিভৎস রূপ ধারন করেছে। বিশেষ করে বর্ষারদিন সড়কগুলি বেহাল দশায় পরিনত হয়েছে। সড়ক দুর্ঘটনায় ভাঙ্গছে গাড়ী আর ঘটছে আহত নিহতর মত দুঃখ জনকঘটনা ঘটনা। দিনাজপুর সড়ক বিভাগ, পৌর প্রশাসন ও জেলা প্রশাসনের উদাসিনতায় দীর্ঘদিন ধরে এ সড়কগুলো বেহলা দশায় পরে আছে।
দিনাজপুর শহরের প্রাণ কেন্দ্র লিলিমোড় থেকে বালুয়াডাঙ্গা হয়ে কাঞ্চন ব্রীজ রোডে প্রায়ই এক কিলোমিটার সড়কটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। কোথাও ছোট আর কোথাও বড় সৃষ্টি হয়ে সড়কের ইট, পিচ ও খোয়া উঠে পাড়ায় চলাচলের অযগ্য হয়ে পড়েছে এই এক কিলোমিটার দীর্ঘ সড়ক । ছোট বড় গর্তগুলিতে পানি জমে থাকায় কাদা মাটির কাঁচা রাস্তায় পরিনত হয়েছে শহরের প্রধান সড়কটি। এসড়কে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। এ সড়কটির সাথে বিরল, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, বর্চুনা, রানীসংকৈল এবং হরিপুরসহ ২টি জেলার ৫টি উপজেলায় সংযোগ রয়েছে তাই এ সড়কটি ব্যস্ততম সড়ক এবং ব্যবসা বানিজ্যর ক্ষেত্রে অধিক গুরুত্বপুর্ন একই অবস্থা বিরাজ করছে উপশহরের সড়কগুলি। ফুলবাড়ী বাসষ্ট্যান্ড থেকে চক্ষু হাসপাতাল মোড় হয়ে দিনাজপুর-ঢাকা মহাসড়কের সংযোগ স্থল পর্যন্ত পৌনে এক কিলোমিটার সড়ক প্রায়ই দের বছর ধরে চলাচলে অযগ্য হয়ে পরিত্যাক্ত হয়ে পরেছে। সড়কটি চক্ষু হাসপাতাল থেকে ২ লেন বিশিষ্ট ও মাঝ খানে উচু আইল্যান্ড গ্রীল দিয়ে ঘেরা, ও বেষ্টনীর মধ্যে রকমারী ফুল গাছ ও পাতা বাহারের সু-রম্য শোভা বর্ধন কারী এ সড়কটি দিয়ে কেউ গাড়ী নিয়ে যায় না। এমনকি এ সড়কে পায়ে হাঁটা দুষ্কর হয়ে পরে থাকায় এখন সড়কটি ভয়ঙ্কর রূপ ধারন করেছে। অন্যদিকে শহরের পাটুয়াপাড়া ঈদগাহ্ মাঠের মোড় থেকে রামনগর মোড় পর্যন্ত লিংক সড়কটি করুন অবস্থা বিরাজ করছে। ব্রাক কার্যালয়, উকিল বাড়ী এবং ড্রইং স্কুলের সামনে সড়কটিতে বর্ষার ৩ মাস পানি জমে থাকে এবং বাড়ীর ব্যবহারের পানি দিয়ে সড়কটি সব সময় ডুবে থাকে। সড়কটি অপরিকল্পিক ভাবে নিচু করে নির্মাণ করায় সারা বছর কাদায় পরিপুর্ন হয়ে চলাচলের অযোগ্য হয়ে থাকে। আবার একটু বৃষ্টি হলেই রামনগর চামড়া পট্টি মোড়টি হাটু পানির নিচে ডুবে যায়। সদ্যনির্মিত সড়কে বৃষ্টির পানিতে পীচ ও খোয়া দুর্বল হয়ে উঠার উপক্রম হয়ে পড়েছে। রামনগর-বাঙ্গীবেচা রোডের মামুনের মোড় থেকে লালঘর মোড় পর্যন্ত সড়কটির একই অবস্থায় পরিনত হয়েছে। আবার শহরের ঘাষিপাড়া বটতলা মোড় থেকে ষস্টিতলা মোড় পর্যন্ত সড়কটি প্রায় ১ কিলোমিটার সড়কটি নিম্ন মানের কাজের জন্য দুর্বল হয়ে পরেছে। ইকবাল উচ্চ বিদ্যালয় থেকে পাহারপুর মোড় পর্যন্ত স্থানে স্থানে পীচ ও খোয়া উঠে পড়েছে। ব্যস্ততম এই সড়কটিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন থেকে দিনাজপুরের প্রধান সড়কগুলি সংস্কার না হওয়ার ফলে দিনাজপুর শহরের মানুষের ভোগান্তির শেষ নেই।