
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ
৪৪তম ঈদ পুণর্মিলনী উপলক্ষে দিনাজপুর শহরের বালুবাড়িতে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদ উল আযহা’র দ্বিতীয় দিনে ৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে বালুবাড়ী পানির ট্যাংকির পাশ্ববর্তী মাঠ প্রাঙ্গনে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত উৎসবে পৌর কাউন্সিলর ফয়সল হাবিব সুমন’র পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্ত্বাবধানে শতদল ক্লাব’র সভাপতি মো. মুসলিম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু। প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী জাহিদুর রহমান, ফাস্ট এইড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক নাজমুল হক মোল্লা, ডা. মোবারক হোসেন স্বপণ, সেভিল স্কুল এন্ড কলেজ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মতিয়ার রহমান প্রমুখ। উক্ত উৎসবে প্রীতি ফুটবল খেলা ছাড়াও শিশু কিশোর ও মহিলাদের জন্য বিভিন্ন খেলার আয়োজন ছিল মনোমুগ্ধ করার মতো। খেলা শেষে অতিথিবৃন্দরা বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।