মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের রামনগরসহ বিভিন্ন এলাকা এখন নেশাখোরদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিশেষ করে শহরের রামনগর আপন ঠিকানা আবাসিক বসিত্ম এলাকা, মানিক পীর ভাঙ্গাপুল ও মানিক পীর স্কুল মাঠ, গোবড়াপাড়া রোডের কাঁঠালতলা ও গোবড়াপাড়া বাঁধসহ আশপাশের এলাকায় নিয়মিত গাঁজাসহ নেশা খোরদের অভয়ারণ্য।
সন্ধ্যার পর থেকে মধ্য রাত পর্যন্ত এ সব এলাকায় কিশোর-যুবকরা নেশা পানে মেতে উঠে। স্থানীয় এলাকাবাসি মানসম্মানের ভয়ে এদের বিরম্নদ্ধে কিছু বলতে পারেন না।
স্কুল পড়ুয়া কিশোর-যুবকরা নেশা পানে আসক্ত হয়ে অনেকেই শিক্ষা জীবন থেকে ঝরে পড়ছে। অনেক শ্রমিক, দিনমজুর, রিক্সা-ভ্যান ও অটোচালক তাদের কাজকর্ম কর্ম ফেলে সারাদিন নেশার আড্ডাতে মেতে থাকে আর রাতের বেলায় শূন্য হাতে বাড়ি ফিরে। এ কারণে সংসারে নিমে আসে অশান্তি। অভাবের কারণে সংসারে ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়।
এলাকাবাসির শাসন, নির্দেশ কিছুরই তোয়াক্কা করে না। এদের কোন রকমেই প্রতিহত করা যাচ্ছে না। নেশাখোরদের দেশের প্রচলিত আইন সম্বন্ধে ধারণা নেই আর নেই নিজের জীবনের ভবিষ্যত সম্বন্ধে অনুভূতি। এই কিশোর-যুবকদের মস্তিষ্কের কার্যকারিতা কিছুই অবশিষ্ট নেই। অনেক পরিবার নেশাখোর সমত্মানদের কারণে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
নেশার টাকা জোগাড় করতে ছিনতাই রাহাজানি ও চোরির মত কাজে জড়িয়ে পড়ছে তারা। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে গাঁজা সেবন, তারপর রয়েছে নেশার ট্যাবলেট ও টিটি ইনজেকশন, ফেনসিডিল ও হেরোইন। তবে হেরোইন সেবককারির সংখ্যা কিছু কম কারণ হেরোইন দামী নেশা।
এসব নেশাখোরদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে বলে জানা যায়। খদ্দের না থাকলেও এই সব এলাকায় গভীর রাত পর্যমত্ম দোকানপাট খোলা থাকে। এসব দোকানে গভীর রাত পর্যমত্ম জুয়া খেলা ও মাদকদ্রব্য বেচাকেনা ও মাদক সেবনসহ নানান অপকর্ম চলে। নেশা পানে বাধা দিলে এই কিশোর-যুবকরা কথায় কথায় রামদা, কুড়াল, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে এলাকার মানুষকে আক্রমণ করে।
এলাকাবাসি মনে করেন, এই কিশোর যুবকদের সঠিক পথে আনতে আইন শংখলাবাহিনীর পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। তাহলে অচিরেই এ অবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভম হবে। অনেক পরিবার ধ্বংসের হাত হতে রক্ষা পাবে। তাদের মুখে হাসি ফুটবে।
এ ব্যাপারে এলাকাবাসি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।