
জিন্নাত হোসেন ॥ দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম বলেছেন, দিনাজপুর পৌরবাসী সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। শহরবাসী ময়লা আবর্জনার দূষিত পরিবেশে বর্তমানে জিবনযাপন করছে। দীর্ঘদিন পরিস্কার না করার ফলে ড্রেনের দূষিত ময়লা পানি দিনাজপুর শহরের বাসা বাড়ীতে প্রবেশ করছে। এসকল সমস্যার হাত থেকে রক্ষা পেতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দিনাজপুরের কৃতি সন্তান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র হাতকে শক্তিশালী করতে আগামী পৌরসভা নির্বাচনে পৌরবাসীকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
২৬ অক্টোবর সোমবার দিনাজপুর একাডেমী স্কুল প্রাঙ্গনে ৩নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম এ কথা বলেন।
দিনাজপুর শহরের ৩নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি আইরিন লতিফ এর সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারা সানু, দিনাজপুর শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বকুল, সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জেমি, সম্পাদক মন্ডলীর সদস্য আরমান আলী আলম, শহর মহিলা আওয়ামীলীগের আহবায়িকা খ্রীষ্টিনা লাভলী দাস, যুগ্ম আহবায়িকা সোহেলী ছবি, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বাধীন, ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম শিউলী প্রমুখ।