শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর শহরের রামনগর উন্নয়ন ক্লাবে ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে

বেলাল উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ নানা কৌতুহলে ভরা শহরের রামনগর উন্নয় ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। প্রার্থীদের চোখে-মুখে ঘুম নেই। রাত জেগে পোস্টার, ফেসটুন টাঙানো আর বাড়ি বাড়ি গিয়ে হ্যান্ডবিল বিতরণ ও ভোট প্রার্থনা করতে প্রার্থী ও সমর্থক নির্ঘূম কাটাচ্ছে। পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেছে রামনগর এলাকার পথ ঘাট দেওয়াল এবং বৈদ্যুতিক খুঁটিগুলো। সকাল থেকে গভীর রাত পর্যমত্ম চায়ের দোকানে রেস্তোরায় ভোট নিয়ে পক্ষ বিপক্ষে চলছে নানা গুঞ্জন। প্রচারণার দিক দিয়ে জাতীয় নির্বাচনের চেয়ে কোন অংশে কম হচ্ছে না প্রচার। কৌতুহলীদের একটাই প্রশ্ন- কি রহস্য আছে এই নির্বাচনে গ্রাম ভিত্তিক একটি ক্লাবের কমিটি নির্বাচনে কি থাকতে পারে এ প্রশ্ন নিরপেক্ষ এলাকাবাসীর মুখে মুখে। এবার নির্বাচনে পদপ্রার্থী হচ্ছে ২৩ জন। প্রতিদন্দ্বি না থাকায় নির্বাচিত হয়েছে ১২ জন। প্রতিদন্দ্বিতা করবেন মোট ১১ জন। ভোটার সংখ্যা ৮৪৮ জন।

এব্যাপারে সাধারণ সম্পাদক পদ-প্রার্থী জুলফিকার আলী স্বপনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব অনেক মাদক আমাদের সমাজকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। এটা থেকে সমাজের মানুষকে মুক্তি দিতে হবে। মাদকসেবী, মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ও ইভটিজাররা সমাজ উন্নয়নে একটি বড় বাঁধা। এরা সমাজকে অস্থির করে রাখে। এদের প্রতিহত করার জন্য কেউ সহজে এগিয়ে আসার সাহস না। নির্বাচিতরা এই দায়িত্ব পালনে সক্ষম হবে বলে আমি মনে করি।

Spread the love