দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরে এক রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ডায়াবেটিস মোড় এলাকার কালো গোলাপ ক্লাবের নিকট নর্দমা থেকে মালিক বিহীন পিস্তলটি উদ্ধার করা হয়। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ডায়াবেটিস মোড় এলাকার কালো গোলাপ ক্লাবের নিকট নর্দমা হতে এক রাউন্ড গুলিসহ ভারতের তৈরী পিস্তল উদ্ধার করে থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
Please follow and like us: