
আব্দুর রাজ্জাক : দিনাজপুর শহরের মির্জাপুরস্থ খ্রীস্টানপাড়া মহল্লা আওয়ামীলীগের সাথে শহর আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্র“য়ারী শুক্রবার রাতে দিনাজপুর শহরের ৪নং ওয়ার্ডের মির্জাপুরস্থ খ্রিস্টানপাড়া মহল্লা আওয়ামীলীগ আয়োজিত বিএনপি-জামায়াত জোটের চলমান অযৌক্তিক অবরোধ হরতালের নামে নাশকতা সৃষ্টির বিরুদ্ধে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে গতিশীল করার ল্েয মতবিনিময় করেন শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। এসময় মহল্লা শাখার সভাপতি লিটন বৈরাগীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিক সুজন আহমেদ’র পরিচালনায় বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা, নির্বাহী সদস্য শাহাজাহান আলী সাজু, উপদেষ্টা সোয়েবা সুলতানা রীতা, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কফিল বসাক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ওয়ার্ড ও মহল্লা আওয়ামীলীগের সকল নেতাকর্র্মী উপস্থিত ছিলেন।