শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর শহরে যান জটের অন্যতম কারন ট্রাফিক ব্যবস্থার অনিয়ম

বেলাল উদ্দিন ॥ দিনের বেলা অবৈধ ভাবে দিনাজপুর শহরে ভাড়ি যানবাহন চলাচলের ফলে যান জোট তীব্র আকার ধারন করছে। দিনদিন তার বৃদ্ধি পাচ্ছে। ট্রাফিক উৎকোচের বিনিময় দিনের বেলায় ভাড়ি যান বাহনকে শহরের ভেতরে প্রবেশের অনুমোতি দেওয়ায় শহরের বিভিন্ন পয়েন্টে ভোগান্তিতে পরেছে পথচারীরা।

চারুবাবুর মোড়, সাধনার মোড়, ফুলবাড়ী বাসষ্ট্যান্ড, ভুটিবাবুর মোড়, চৌরুঙ্গী মোড়সহ শহরের বিভিন্ন মোড় দিয়ে দিনের বেলা অবাধে ঢুকে পরছে ট্রাকটর, বাস, ট্রাক, ১০ চাঁকার ৪০টনের জাম্বু ট্রাক। একতো দেড়শ বছরের পুরাতন সংর্কিন রাস্তা তার উপর ১২/১৩ হাজার অটো রিক্সা চলাচলে অস্থির হয়ে পরেছে দিনাজপুর শহুরে জীবন। কোন বড় ট্রাক শহরে প্রবেশ করলে তার জন্য ট্রাফিককে দিতে হয় ৩০/৫০টাকা সর্বনিম্ন। এই টাকা প্রকাশ্যে তুলে ট্রাফিক পুলিশ।

চারুবাবুর মোড়, মুন্সিপাড়া এবং বিভিন্ন গলির ভেতর রয়েছে একাধিক রড, সিমেন্টের দোকান। রড সিমেন্ট বোঝাই কোন গাড়ী গলির ভেতর প্রবেশ করলে রাস্তাকে অরক্ষিত অবস্থায় ফেলে ট্রাফিক পুলিশ গাড়ীর পিছু পিছু চলে যান এবং দোকানদারের কাছে ১/২শত টাকা আদায় করেন। দোকানদাররা নিজের স্বার্থে খুশি মনে এই টাকা চা খাওয়ার জন্য ট্রাফিককে দেন। চা খেতে তাদের লাগে অনেক টাকা।

এছাড়াও শহরের চকবাজার, মর্ডাণ Balal 3মোড় এবং বিভিন্ন স্থানে কয়েকটি টান্সর্পোট রয়েছে। সেখানে মালের ট্রাক ঢুকলে হাসি মুখে ট্রাফিক চলে যান টান্সর্পোট অফিসে। এসব কর্মকান্ড প্রকাশ্যে করে ট্রাফিক পুলিশ। এভাবে অরক্ষিত রাস্তায় প্রতিনিয়ত জ্যাম এর সৃষ্টি হয়।

 

 

 

 

তাই এই জ্যামে পরে নাজে হাল হতে হচ্ছে শিশু-বৃদ্ধ নারীসহ স্কুলের শিক্ষার্থীদের এক কথায় ট্রাফিক পুলিশের কারনে অবৈধ ভাবে ভাড়ি যান বাহন শহরে ঢোকার সুযোগ পেয়ে থাকেন। এভাবে নাগরিক সুবিধা বঞ্জিত দিনাজপুর শহরবাসী আর কতদিন ভোক্তান্তি সইবে? সৎ ট্রাফিকের বড়ই অভাব !   রাস্তায় যান জোটের প্রধান কারণ ট্রাফিক ব্যবস্থার অনিয়ম। Balal 1অন্যদিকে গাড়ী চালকরা ট্রাফিক আইন মানছেন না এবং ট্রাফিক পুলিশ এদের আইন মান্তে খুব একটা কার্যকরি ব্যবস্থাও গ্রহন করছেন না। ট্রাফিক ব্যবস্থার মধ্যে সৃংখলা ফিরে আসলে শহরের পথচারীরা নির্বিঘেœ চলাচলের সুযোগ পাবেন বলে বিজ্ঞ জনেরা মনে করেন।