
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশে আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জ্ন্মদিন উদযাপন উপলক্ষে দিনাজপুর শহর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার মাহিফল এবং কেক কেটে জন্মদিন পালন করা হয়।
২৮ সেপ্টেম্বর রোববার বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর শহর আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহ ইয়াজদান মার্শাল, এ্যাড. মঞ্জুর আহমেদ রুবেল, আশিষ কুমার ব্যানার্জি বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বকুল, অনুপ কুমার দে, জহির খান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মেহেবুব হাসান চৌধুরী লিটন, তথ্য ও গবেষনা সম্পাদক রতন সিং, দপ্তর সম্পাদক মোঃ হাসিম, প্রচার সম্পাদক মাসুদ রানা, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা আখতার শিউলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কোরায়েশী দুলাল, সাংগঠনিক সম্পাদক এ্যাড. এস এম শামীম আলম সরকার বাবু, আশরাফ আলী শাহ্, এনাম উল্লাহ জেমী, কোষাধ্যক্ষ মোঃ ফজলুর রহমান ফজলু প্রমুখ।