
আব্দুর রাজ্জাকঃ
জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান বাস্তবায়নে তৃণমুল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। তাহলেই ২০৪১ সালের মধ্যে রূপকল্পও বাস্তবায়িত হবে। তিনি দিনাজপুর সদরে বিগত পাচ বছরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আরও উন্নয়নের জন্য শহর আওয়ামীলীগকে মহল্লায় মহল্লায় একনিষ্ঠ কর্মী তৈরীর আহবান জানান। দিনাজপুরকে তিলোত্তমা শহরে রূপান্তরে হুইপ ইকবালুর রহিম তাঁর ভবিষ্যত পরিকল্পনানুযায়ী শহর আওয়ামীলীগকে কাজ করতে বলেন।
২৮ নভেম্বর শুক্রবার রাতে শহরের নাজমা রহিম ফাউন্ডেশনে দিনাজপুর শহর আওয়ামীলীগের নবগঠিত কমিটির সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। সভায় শহর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মো. আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু’র পরিচালনায় আরও বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের নবগঠিত কমিটির সহ সভাপতি শাহ্ ইয়াজদান মার্শাল, সারোয়ার আশফাক লিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার দে অনু, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী শাহ্, সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, প্রচার সম্পাদক মো. মাসুদ রানা, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক হাসিনা আক্তার শিউলী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক মাহমুদুল হক কোরাইশি দুলাল, নির্বাহী সদস্য আফসার আলী, নির্বাহী সদস্য এ্যাড. সারোওয়ার হোসেন বাবু, ও উপদেষ্টা এ্যাড. সলিমুল্লাহ সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর রকিব, এ্যাড. আবু হেনা মোস্তফা কামাল বাবু, ছবি সিনহা। উক্ত মতবিনিময় সভায় শহর আওয়ামীলীগের নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।