
প্রেস বিজ্ঞপ্তিঃ ৩ নভেম্বর জেল হত্যা দিবসে কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ উপলক্ষে দিনাজপুর শহর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর শনিবার বিকেলে শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু’র পরিচালনায় সভাপতিত্ব রেখে বক্তব্য রাখেন সংগঠনের সংগ্রামী সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শাহ ইয়াজদান মার্শাল, দেবাশিষ ভট্টাচার্য, এ্যাড. মঞ্জুর আহমেদ রুবেল, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান বকুল, অনুপ কুমার দে, সাংগঠনিক সম্পাদক শামীম আলম বাবু, আশরাফ আলী শাহ্, এনাম উল্লাহ জ্যামী, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাশেম, মহিলা বিষয়ক সম্পাদিক প্রভাষক হাসিনা আক্তার শিউলী, প্রচার সম্পাদক মাসুদ রানা, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হক কোরাইশী দুলাল, কোষাধ্যক্ষ মো. ফজলুর রহমান প্রমুখ। সভায় এছাড়াও শহর আওয়ামীলীগের নির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সকল সদস্যবৃন্দের সম্মতিক্রমে ৩ নভেম্বর জেল হত্যা দিবসে বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করার জন্য টুঙ্গীপাড়ায় গমণের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেরক,
মোহাম্মদ হাশেম
দপ্তর সম্পাদক
শহর আওয়ামীলীগ
দিনাজপুর।