
জিন্নত হোসেন ॥ দিনাজপুর শহর ও সদর উপজেলা যুবলীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২৯ জুন বুধবার শহরের ষ্টেশন ক্লাবে দিনাজপুর শহর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ আশরাফুল আলম রমজান এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি এ্যাডঃ মোঃ দেলোয়ার হোসেন, সম্মানীত অতিথি জেলা যুবলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, শহর আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর প্যানেল মেয়র মোঃ আহমেদুজ্জামান ডাবলু ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস.এম খালেকুজ্জামান রাজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন শহর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সোহরাব হোসেন ও সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ নুরে আলম। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করে। দোয়া ও ইফতার মাহফিলে ইফতারের পূর্বে দেশ-জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী ওলামালীগের যুগ্ম সাধারন সম্পাদক হাফেজ মোঃ আলতাফ হোসেন।