সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর শহর মহিলা আওয়ামীলীগের বিজয় দিবসের প্রস্ত্ততি সভা অনুষ্ঠিত

জিন্নাত হোসেন : দিনাজপুর শহর মহিলা আওয়ামীলীগের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্ত্ততি সভা অনুষ্ঠিত হয়।

৬ ডিসেম্বর শনিবার বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর শহর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্ত্ততি সভায় শহর মহিলা আওয়ামীলীগের আহবায়িকা খ্রীষ্টিনা লাভলী দাস এর সভাপতিত্বে প্রস্ত্ততি সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা শিরিন ইসলাম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলী সদস্য আলেয়া বেগম স্বপ্না, শহর মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়িকা সোহেলি শাহরিয়ার ছবি, শহর মহিলা আওয়ামীলীগ নেত্রী আইরিন লতিফ, নিলুফা ইয়াসমিন, ইলোরা আহম্মেদ ইতি, রোমানা সিকদার, নাজমা মিনু, আমিনা খাতুন, শাহানাজ বেগম শিউলি, সম্পা সাহা মৌ, রৌজাতুন হান্নান, গৌরী চক্রবর্তী, জাহানারা চৌধুরী, শিখা ঘোষ, নাসিমা বেরা, রিনা সেন, রুখসানা বেগম, জুলেখা বেগম, মাহমুদা বেগম, মেরীনা খাতুন, রেনুকা, নাসিমা বেগম, আনসারা বেগম বিউটি, ফরিদা বেগম, সৈয়েদুন আনার বেলী, রেবেকা আহম্মেদ, আসমা খাতুন, নারগিস পারভীন, দীপা চৌধুরী প্রমুখ।

Spread the love