
আব্দুর রাজ্জাকঃ
৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুর শহর যুবলীগের প্রস্ত্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে উক্ত প্রস্ত্ততি সভা অনুষ্ঠিত হয়। সভায় শহর আওয়ামীলীগের আহবায়ক মো. আশরাফুল আলম রমজান’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সিরাজুস সালেকিন রানা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক হাজী আক্তারুজ্জামান পলাশ, সোহরাব হোসেন, ফিরোজ আকতার। এসময় সভায় শহর যুবলীগের সদস্য মুসতা মিথূন, বিপ্লব, নির্মলসহ ১২টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন।