রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুর শহর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন উদযাপন

জিন্নাত হোসেন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে দিনাজপুর শহর স্বেচ্ছাসেবকলীগ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে দিনাজপুর শহর স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ মোঃ রেজওয়ান-উর-রহমান পলাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন শহর স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফুল ইসলাম ডলার, রাসেল, সুজন, রুবেল, বেলাল, আমিন, সাজ্জাদ, লিকন, রেজা, মনি, লিপন, ইপ্তি প্রমুখ। আলোচনা সভার পর দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ আলতাফ হোসেন। শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিনের কেক কাটেন শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ মোঃ রেজওয়ান-উর-রহমান পলাশ সহ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।