
মো: জিন্নাত হোসেন ষ্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন একটি ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান শেখ হাসিনার সকরার বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। নিরক্ষরতার অভিশাপ মুক্ত করার লক্ষ্য নিয়েই সরকার এই কর্মপরিকল্পনা গ্রহন করেছে। ইতিমধ্যে এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচী শুরু হয়েছে। এর অংশ হিসেবে গত ২০১০ সাল থেকে মাধ্যমিক পর্যায়ের বিনামুল্যে পাঠ্যবই বিতরন করা হয়েছে। তিনি বলেন, সরকারের এই ভিশন বাস্তবায়নে শিক্ষক-&&শক্ষার্থীদের পাশাপাশী অভিভাবকদের বিরাট ভূমিকার কথা উলেখ করে ইকবালুর রহিম এমপি বলেন, সরকারের স্বপ্ন ও সম্ভাবনাকে নিশ্চিত করতে শিক্ষার্থীরাই অগ্রনী ভূমিকা পালন করতে পারে। তিনি এজন্য শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
গতকাল শনিবার দিনাজপুর সদর উপজেলার সৈয়দপুর শিকদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম একথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ময়েজ উদ্দীন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ফেন্সিডিলের হিংস্র থাবা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এ অঞ্চলের অভিভাবকদের এগিয়ে আসার আহবা্ন জানিয়ে হুইপ ইকবালুর রহিম বলেন এ অঞ্চলের সকলেরই উচিত কে কোন দল করেন সেটা বড় কথা নয় মরন নেশা ফেন্সিডিলের হাত থেকে আমাদের ভবিস্যৎ প্রজন্মকে রক্ষা করতে সকলেরই এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ শাহ আলম এবং ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, ৬নং আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, ইউপি মেম্বার আশেকুল ইসলাম বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর শিকদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন এবং অনুষ্ঠান পরিচালণা করেন সহকারী শিক্ষক মোঃ মাসুদ আলমগীর।