
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার (২৮ জুন) বালুবাড়িস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌর সভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিপ্রবি’র উদ্যান তত্ত্ব বিভাগের প্রফেসর টিএমটি ইকবাল, জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম জেলা ইউনিটের সভাপতি এ্যাড. মোঃ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. আনম হাবিবুল্লাহ, হাবিপ্রবি’র শিক্ষক মোঃ নওশের ওয়ান। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফজলুল করিম, শিক্ষক নেতা মোঃ জহুরুল ইসলাম, কর্মচারী ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মওলা, শিক্ষক নেতা মোঃ আশরাফুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ মামুনুর রহমান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নেতা মোঃ মাহমুদুল হাসান। দোয়া ও ইফতার মাহফিলে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন শিক্ষক নেতা মোঃ ফজলুল করিম।