বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষায় বহিষ্কার ১৩, অনুপস্থিত ৮৯০

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় ১৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওই দিনের পরীক্ষায় ৮৯০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ৮৩ হাজার ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ হাজার ২১৬ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ৮৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া ওই দিনের পরীক্ষায় ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে গাইবান্ধায় ১ জন, নীলফামারীতে ২ জন, কুড়িগ্রামে ৯ জন ও ঠাকুরগাঁও জেলায় ১ জন।

উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলায় চলতি বছর এইচএসসি পরীক্ষায় ৯০ হাজার ৩৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৪৭ হাজার ৩৯৯ জন ছাত্র ও ৪২ হাজার ৯৮২ জন ছাত্রী। রংপুর বিভাগের ৮টি জেলার ৫৮৭টি কলেজের পরীক্ষার্থীরা ১৮২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।