
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষাবোর্ডের জেএসসির গণিত পরীক্ষায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওই দিন ১ হাজার ৯০৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রাকিবুল ইসলাম জানান, শিক্ষাবোর্ডের গণিত পরীক্ষায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় ১ লাখ ৯৩ হাজার ৫১১ পরীক্ষার্থী মধ্যে ১ লাখ ৯১ হাজার ৬০৭ জন পরীক্ষার্থী উপস্থিত ও ১ হাজার ৯০৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।