রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর শিক্ষাবোর্ড সচিব আ. মজিদকে বদলীর প্রজ্ঞাপন জারী শিক্ষা মন্ত্রণালয়ের

আব্দুর রাজ্জাকঃ

দিনাজপুর শিক্ষাবোর্ড সচিব আব্দুল মজিদকে বদলীর আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারী করেছে শিক্ষা মন্ত্রণালয়।

দিনাজপুর শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধিশাখা-৬ (কলেজ-১) এর শাঃ৬/২এ-৪০/২০০৬/২৫৬-শিক্ষা স্বারক নং সম্বলিত ২৬/১০/১৪ইং তারিখে এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সচিব মো. আব্দুল মজিদ (৯১৪২) কে জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে বদলীর প্রজ্ঞাপন জারী করা হয়। তাঁকে সহযোগী অধ্যাপক (ইতিহাস) হিসেবে ভোলা সরকারি কলেজে বদলী করা হয়। আগামী ২৮/১০/১৪ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে বদলীকৃত কর্মস্থলে যোগদানের আদেশ দেয়া হয়। এ ব্যাপারে সচিব আব্দুল মজিদ কে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে প্রতিবেদক কোন সাড়া পান নি।

সচিব আব্দুল মজিদ’র বদলীর আদেশ দিনাজপুর শিক্ষা বোর্ডে পাওয়া মাত্র কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দ-উল্লাস করতে দেখা যায়।

 

Spread the love